ছেলেদের চুলের যত্ন | Tips for healthy hair | Bangla Android Apps
ছেলেদের চুলের যত্ন | Tips for healthy hair | Bangla Android Apps
রূপচর্চা আজকাল শুধু মেয়েদের জন্যই প্রযোজ্য এই প্রথা হারিয়ে যাচ্ছে। মেয়েদের পাশাপাশি ছেলেদের রূপচর্চার প্রতি আগ্রহ বাড়ছে দিনকে দিন। বিশেষ করে ছেলেদের চুলের যত্ন নেওয়া। মেয়েদের চেয়ে ছেলেদের চুল পড়ার প্রবনতা বেশি এবং চুলে পাঁক ধরেও তাড়াতাড়ি। যার ফলে দেখা যায় যে বিয়ের আগেই মাথায় টাক পরে যাচ্ছে বা চুল পেকে সাদা হয়ে যাচ্ছে। এই সমস্যায় অনেকজনকেই পড়তে হয়। কিন্তু আমরা একটু সচেতন হলেই এই সমস্যা থেকে দূরে থাকতে পারি। ছেলেদের চুলের স্টাইল বা ছেলেদের চুলের কাটিং নিয়ে তারা খুবুই সচেতন থাকে। নতুন নতুন চুলের স্টাইলের প্রতি তারা ঝুঁকে পড়ছে। কিন্তু এই সব চুলের স্টাইল অনুসরণ করতে গিয়ে তারা তাদের মূল্যবান সম্পদ চুলের পুষ্টি ও দীর্ঘায়ু উভয় হারিয়ে ফেলছে। যেমনঃ চুলে দীর্ঘক্ষণ যাবৎ জেল দিয়ে রাখা, ঘন ঘন শ্যাম্পু ব্যবহার করা বা চুলে ব্যাকব্রাশ করা ইত্যাদি। এছাড়া অতিরিক্ত চিন্তা বা সকল পুষ্টি উপাদান প্রয়োজনীয় পরিমানে পূরণ না হওয়ার ফলেও চুল পড়ার বা চুল তাড়াতাড়ি পেকে যাওয়ার প্রবণতা থাকে। কিছু প্রয়োজনীয় টিপস জানা থাকলেই আমরা এই সব সমস্যা থেকে চুলের যত্ন নিতে পারি। এর জন্য আমাদের আলাদা কোন সময়ও দিতে হবে না বা পার্লারে গিয়ে সময়ও নষ্ট করতে হবে না।
ছেলেদের চুলের যত্ন | Tips for healthy hair |
এই সমস্ত খুঁটিনাটি সমস্যা দূরীকরণে আমাদের এই অ্যাপ ছেলেদের চুলের যত্ন। এতে আপনি জানতে পারবেন কিভাবে গোসলের পর ও আগে চুলের যত্ন নিতে হবে, চুলে পুষ্টি উপাদান কমে গেলে কি কি ভিটামিন খেতে হবে বা চুলে কি ধরনের শ্যাম্পু ব্যবহার করতে হবে বা সপ্তাহে কয় দিন শ্যাম্পু ব্যবহার করা উত্তম। আপনি এই অ্যাপ থেকে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন চুলের জন্য কি কি করা ক্ষতিকর। চুলের জন্য খুসকি একটি বিরাট সমস্যা। আমারা অনেকেই এর সমাধান হিসেবে একমাত্র উপায় শ্যাম্পুকেই মনে করে থাকি। কিন্তু আমরা যদি এই সমসসার কারণ সম্পর্কে জানতে পারি তাহলে এর সমাধান আমাদের কাছে সহজ থেকে সহজতর হয়ে যাবে। সারদিন ব্যস্ততার মাঝে চুলের যত্ন নেওয়াকে আমরা অনেকেই সময় অপচয় মনে করি বা আমরা মনে করি ছেলেদের রূপচর্চা করা মানায় না। কিন্তু আসলে সঠিক ও সহজ উপায় আমরা জানি না বলে এই রকম মনোভাব আমাদের মাঝে চলে আছে। এই অ্যাপ এর মাধ্যমে ঘরে বসেই ছেলেদের চুলের যত্নের সকল উপায় আপনি জেনে নিতে পারেন।
যা যা আছে আমাদের এই অ্যাপ এ
# মাথায় টাক পড়া থেকে বাঁচার উপায়
# চুল পাকা বন্ধের উপায়
# চুল পড়ার কারণ
# খুশকি দূর করার উপায়
# ডিমের প্যাক
# কলার প্যাক
# মেথির প্যাক
# মেহেদির প্যাক
# পেঁয়াজের রস
# ছেলেদের সঠিক চুলের যত্ন
# চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রস
# ছেলেদের চুলের যত্নে ৫ টি গুরত্বপূর্ণ পরামর্শ
# গরমে ছেলেদের চুলের যত্ন
নিচের লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোদ করুনঃ
https://play.google.com/store/apps/details?id=com.appsupermarket.Boy_Hair_style_and_Hair_Solution
Comments
Post a Comment