কবীরা গুনাহ ~ Kabira Gunah ~ মহাপাপ কবীরা গুনাহ হয় কিভাবে জেনে নিন ~ Isl...
ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ শব্দ গুনাহ বা পাপ । গুনাহ সম্পর্কে সব মুসলিমদের পরিস্কার ধারণা থাকা উচিৎ । যেসব বিষয় থেকে মহান আল্লাহ ও তাঁর রাসুল (সঃ) সবাইকে বিরত থাকতে বলেছেন সেগুলোই কবিরা গুনাহ । পবিত্র কোরআন শরীফ ও বাংলা হাদিস থেকে আমরা ছোট-বড় অনেক কবিরা গুনাহর ভয়াবাহতার কথা জানতে পারি । ছোট-বড় সকল গুনাহ থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য দরকার হয় নানা রকম আমলের । আবার সব ধরনের আমল সম্পর্কে জানার জন্য আমাদের প্রয়োজন অনেক ইসলামি বইয়ের । তাই সবার সুবিধার কথা বিবেচনা করে কোরআন শরীফের বিভিন্ন বাংলা আয়াত ও অনেক হাদিসের বই থেকে বেশ কিছু হাদিস নিয়ে অ্যাপটি তৈরি করা হয়েছে ।
গুনাহ দুই রকমের হয়ে থাকে । প্রথমটি কবিরা গুনাহ এবং পরেরটি ছগিরা গুনাহ । কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারলে মহান আল্লাহতালাহ ছগিরা গুনাহ থেকে মাফ করে দিবেন । কিন্তু কেউ যদি কবিরা গুনাহ করে ঠিকমত আল্লাহতালাহের কাছে তওবা না করে তাহলে আল্লাহ কখনই তার গুনাহগুলো মাফ করবেন না । আমরা অনেক সময় না জেনে গুনাহ করে ফেলি কিন্তু পরবর্তীতে তওবা করি না যেজন্য আমাদের গুনাহর পাল্লা ভারী হতে থাকে । অথচ আমরা যদি আমাদের পাপ কাজের জন্য অনুতপ্ত হয়ে ঠিকমত আল্লাহতালাহের কাছে তওবা করি তাহলেই তিনি আমাদের সকল গুনাহগুলো মাফ করে দেন । এই এপ্লিকেশনে কবিরা গুনাহ কি, ১০০টি কবিরা গুনাহ, ১০১টি কবিরা গুনাহ, kabira gunah করার পরিনাম, kabira gunah থেকে বিরত থাকার মর্যাদা প্রভৃতি বিষয় সম্বন্ধে উল্লেখ করা আছে ।
আল্লাহ্ পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বিষয়গুলো থেকে বিরত থাকতে পার, তবে আমি তোমাদের ত্রুটি-বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাব । সুতরাং আমাদের সবার উচিৎ নিয়মিত নামাজ পড়া, সঠিকভাবে কোরআন ও হাদিস সম্পর্কে জানা এবং ইসলামের পথে চলা । দৈনন্দিন জীবনে কোন কাজটি করলে kabira gunah হবে এবং কি উপায়ে কাজ করলে আমরা সব গুনাহ থেকে বাঁচতে পারব সেটি এই অ্যাপটির মাধ্যমে জানা যাবে । আশা রাখছি অ্যাপটির মাধ্যমে আমরা সব ধরনের গুনাহ সম্বন্ধে সচেতনতা অর্জন করব ।
কবীরা গুনাহ ~ Kabira Gunah |
যে সমস্ত কারণে কবীরা গুনাহ হয় -
# আল্লাহর সাথে শিরক করা
# নামায পরিত্যাগ করা
# পিতা-মাতার অবাধ্য হওয়া
# অন্যায়ভাবে মানুষ হত্যা করা
# পিতা-মাতাকে অভিসম্পাত করা
# যাদু-টোনা করা
# এতীমের সম্পদ আত্মসাৎ করা
# জিহাদের ময়দান থেকে থেকে পলায়ন করা
# সতী-সাধ্বী মু‘মিন নারীর প্রতি অপবাদ দেয়া
# রোযা না রাখা
আরও বিস্তারিত জানুন !নিচের লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করুনঃ
https://play.google.com/store/apps/details?id=com.appsupermarket.Kabira_gunah
Comments
Post a Comment